পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৮ জন

২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৫ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম


পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৮ জন

টাইমস ডেস্ক:

জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। ফলে ১৩০টি স্থায়ী পদের বিপরীতে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক এই কর্মকর্তাদের (যুগ্ম-সচিব) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হলো।

জনপ্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা রয়েছে ১৩০টি। নতুন ৯৮ জন‌কে নি‌য়ে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও