দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত
১১ মার্চ ২০২০, ১২:৩০ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা-সমালোচনা চলছিলো। এ নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি। কতিপয় গণমাধ্যম স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করছে। আসলে এটি একটি গুজব।
তিনি বলেন, প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন তিনি। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
উপমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় আইইডিসিআরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। এর আগে নওফেল বলেছিলেন, আইইডিসিআরের মতে স্কুল-কলেজ বন্ধের পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ লাগবে। তবে, এ বিষয়ে সতর্ক আছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান এবং অধিদপ্তরের অধীন সব অফিসকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সরকার এরই মধ্যে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ভাইরাস সংক্রমণরোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট থাকার নির্দেশ দেওয়া হলো।
এর আগে সোমবার তিনি বলেছেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়াতে কাজ করবে মাউশি। শিগগিরই এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হবে। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলাসহ নানা ব্যাপারে সচেতন করবেন শিক্ষকরা।
প্রসঙ্গত, গত রোববার দেশে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। এ পরিপ্রেক্ষিতে আইইডিসিআর করোনা ভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণের নির্দেশ দিয়েছে মাউশি।
বিভাগ : বাংলাদেশ
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: নরসিংদীতে শিবির সেক্রেটারি
- গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
- শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
- মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: নরসিংদীতে শিবির সেক্রেটারি
- গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
- শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
- মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন