জুলাই মাসে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হবে: তথ্যমন্ত্রী

২৩ জুন ২০১৯, ০২:০৩ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম


জুলাই মাসে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হবে: তথ্যমন্ত্রী
তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান আগামী জুলাই মাসের যে কোনো দিন থেকে ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। সেই সঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

রবিবার (২৩ জুন)সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী জানান, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার। বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে।

সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। ফিরে আসার পর জুলাই মাসের যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও