ভালোবাসা দিবসে বিয়ে: বৌভাতের দিন বরের মৃত্যু

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ এএম


ভালোবাসা দিবসে বিয়ে: বৌভাতের দিন বরের মৃত্যু
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

একে অপরকে ভালোবেসে বিয়ে। সেই বিয়ে আবার বিশ্ব ভালোবাসা দিবসেই অনুষ্ঠিত হয়। এই নিয়ে উভয় পরিবারের সবার মাঝে আনন্দের বন্যা। ঠিক এমন সময় বিয়ের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে আর ফেরা হয়নি বর ইমরানের। বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইমরান (২৩)। তার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। চান্দিনার মহিচাইল ইউনিয়নের মহিচাইল উত্তরপাড়া গ্রামে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন চান্দিনা মহিচাইল উত্তর পাড়া গ্রামের মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে ইমরানের সঙ্গে একই গ্রামের মোল্লা বাড়ির জসিম উদ্দিনের মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। ইমরান ৫ বোন ও ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি পেশায় ছিলেন সিএনজি চালক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ইমরানের বড় ভাই জুয়েল বলেন, একই গ্রামের শিউলিকে ভালোবেসে বিয়ে করে ইমরান। তাদের ভালোবাসা দেখে ভালোবাসা দিবসেই (শুক্রবার) বিয়ে দিই। বৌভাতের দিনই এমন শোক সইতে হবে তা আমাদের জানা ছিল না।

স্থানীয়রা জানায়, শনিবার ইমরানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। কনেপক্ষের লোকজন ইমরানের বাড়িতে আসেন। বৌভাতের খাওয়া-দাওয়া শুরু হয়। খাওয়া অবস্থায় মাংসের ঘাটতি দেখা দিলে বর ইমরান বন্ধুর মোটরসাইকেল নিয়ে চান্দিনা বাজারে যান মাংস আনতে। কিছুক্ষণ পর হঠাৎ খবর আসে মাংস নিয়ে ফেরার পথে মহিচাইল-বাড়েরা রোডের ভারভাঙা এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইমরান। ট্রাকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ইমরানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চান্দিনা থানা পুলিশের ওসি মো. আবুল ফয়সল বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও