করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২১০৮ জনের মৃত্যু

১১ এপ্রিল ২০২০, ০১:৪৭ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পিএম


করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২১০৮ জনের মৃত্যু
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার একদিনে ২ হাজার ১০৮ জন মানুষ করোনায় মারা গেছেন।

জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংখ্যাক আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৯৯ জন মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯৩ জনের। এ পর্যন্ত ২৭ হাজার ৩১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বিশ্বে মৃতের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ছাঁড়িয়েছে। মৃতের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

করোনার জেরে যুক্তরাষ্ট্রে এখন কর্মহীন অন্তত ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ। নাগরিকদের জন্য ২ লক্ষ কোটি ডলারের উপরে আর্থিক ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প সরকার। গেল চারদিনে ৮ হাজার মানুষ মারা গেছে দেশটিতে। মর্গে দেহ রাখার জায়গা নেই। মরদেহ চাপা মাটি দেওয়ার জন্য খোড়া হচ্ছে গণকবর।

মৃত্যুর হিসেবে আগেও একদিনের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। ৯ এপ্রিল, বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ১৯৭৩ জনের মৃত্যু দেখেছিল ডোনাল্ড ট্রাম্পের দেশ। এবার সেই সংখ্যাতে ছাড়িয়ে গিয়ে ২ হাজার সংখ্যার মাইলফলক ছুঁলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটি। গতকাল, ১০ এপ্রিল মৃত্যু বরণ করেছিল ১৪৪৩ জন।

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এই প্রদেশটিতে সর্বশেষ একদিনেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। নতুন আক্রান্ত ১০ হাজার ৫৭৫জন। এখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫১২ জন। সর্বমোট মৃত্যু ঘটেছে ৭ হাজার ৮৪৪ জনের।

নিউ ইয়র্কের প্রতিবেশি অঙ্গরাজ্য নিউ জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৫৮৮। মৃত্যুর সংখ্যা সব মিলিয়ে ১৯৩২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু বরণ করেছে আরও ২২৫ জন।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও