করোনায় বাংলাদেশে ২১ জনসহ বিশ্বে ১৮৬ সাংবাদিকের মৃত্যু

১৫ জুলাই ২০২০, ১২:০৩ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০১:২৮ এএম


করোনায় বাংলাদেশে ২১ জনসহ বিশ্বে ১৮৬ সাংবাদিকের মৃত্যু
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাকালে বাংলাদেশে ২১ জন সাংবাদিক মারা গেছেন। এরমধ্যে ১২ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং ৯ জনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাস্থ্যঝুঁকি আছেন। খবর দ্য টেলিগ্রাফের।

সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন পেরুতে। সেখানে ৩৭ সাংবাদিক করোনায় নিহত হয়েছেন। ব্রাজিলে ১৬ জনের মৃত্যু হয়েছে। জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামে একটি সংগঠনের তথ্যমতে, করোনায় এ পর্যন্ত ১৮৬ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন, এখানে সুরক্ষাসামগ্রীর অভাবে গণমাধ্যমকর্মীরা ঝুঁকির মধ্যে আছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আওয়ার মিডিয়া, আওয়ার রাইট নামে ঢাকাভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাত দিয়ে বলা হয়েছে– বাংলাদেশে এ পর্যন্ত ৫৭৪ গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও