ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

০১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পিএম


ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ (১ ডিসেম্বর) পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। চলমান সরকারবিরোধী বিক্ষোভের চাপে গেল শুক্রবার পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেয়ার ঘোষণা দেন তিনি।

ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। সরকারবিরোধী বিক্ষোভে ইরাকে ব্যাপক প্রাণহানির একদিন পর পার্লামেন্টে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গেল ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী।
ইরাকের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বলছে, এখন পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছেন তিন শতাধিক ইরাকি। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও