সাগরপথে স্পেন ঢুকতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

৩০ নভেম্বর ২০১৯, ০৩:৫০ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম


সাগরপথে স্পেন ঢুকতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের দেশ স্পেনে সাগরপথে ঢুকতে গিয়ে ৪ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ভাগ্য উন্নয়নে মরক্কো থেকে প্লাস্টিকের নৌকায় করে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করেন।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর। তবে শুক্রবার (২৯ নভেম্বর) ঘটনাটি নিশ্চিত হওয়া যায়।

নৌকাডুবিতে তাদের দেহ স্পেনের মেলেইয়া দ্বীপে ভেসে উঠলে স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার করে স্থানীয় ম্যানিলা হাসপাতালে নিয়ে যায়।

এছাড়াও, গুরুতর আহত আরও ৫৯ জনকে ওই দ্বীপ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকাডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন ১৬জন।


বিভাগ : বিশ্ব