নেপালে সড়ক থেকে যাত্রীবাহি বাস ছিটকে নদীতে, নিহত ১৭

০৪ নভেম্বর ২০১৯, ১২:২৪ পিএম | আপডেট: ১৮ মে ২০২৪, ০২:৫০ এএম


নেপালে সড়ক থেকে যাত্রীবাহি বাস ছিটকে নদীতে, নিহত ১৭

টাইমস আন্তর্জাতিক ডেস্ক :

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত। রাজধানী কাঠমান্ডুর উত্তরপশ্চিমে সিন্ধুপালচক জেলায় রোববার ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে।

পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ ও দি হিন্দু জানিয়েছে, দোলাখা জেলা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি সড়ক থেকে ছিটকে ১৬৫ ফুট নিচে সংকোশি নদীতে গিয়ে পড়ে।

জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৭ জনের মৃ‌ত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। এছাড়া বাসচালকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেমজং আরো জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে বাসে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড না থাকায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না। অনুন্নত সড়ক, অনিয়ন্ত্রিত যানবাহন এবং বেপরোয়া গতির কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে গেলে ১১ জন নিহত হয়। আহত হয় শতাধিক যাত্রী।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও