আঘাত হেনেছে ‘ডোরিয়ান’, বাহামায় ব্যাপক ক্ষয়ক্ষতি

০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৬ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম


আঘাত হেনেছে ‘ডোরিয়ান’, বাহামায় ব্যাপক ক্ষয়ক্ষতি

বিদেশ ডেস্ক:

পৃথিবীপৃষ্ঠে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় ডোরিয়ান আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হেনেছে। সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নেওয়া ঝড়টি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিতে বাহমায় আছড়ে পড়েছে। ঝড়টি স্থানীয় সময় রবিবার ১২টা ৪০ মিনিটে বাহামার অ্যাবাকো দ্বীপে আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি)।


তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। এরই মধ্যে ঝড়টির গতিপথে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সর্তকতাও জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কিছু বিমানবন্দর, তবে প্রধান বিমানবন্দরটি এখনো চালু রয়েছে। এদিকে স্থানীয় লোকজন শক্তিশালী এ ঝড়ে ক্ষতির কিছু ভিডিওচিত্র পোস্ট করেছে। এতে দেখা যায়, বিভিন্ন ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আছে এবং পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। বাহামায় তাণ্ডব চালানোর পর ঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানেও সোমবার নাগাদ ঝড়টি সরাসরি আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা ঝড়টিকে ফ্লোরিডার সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন। তারা বলছেন, ১৯৯২ সালে আঘাত হানা ক্যাটাগরি ৫ হারিকেন ‘অ্যান্ড্রু’র চেয়েও ভয়ঙ্কর হতে পারে ‘ডোরিয়ান’। সে সময় ৬৫ জন মানুষের মৃত্যু হয়, ক্ষয়ক্ষতি হয় ৬৩ হাজারের বেশি ঘরবাড়ির। যদিও ‘ডোরিয়ান’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে রবিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শক্তিশালী ঝড় ডোরিয়ানের বিষয়টি তিনি মনিটর করছেন। এজন্য তার পূর্বনির্ধারিত পোল্যান্ড সফরও বাতিল করা হয়েছে। ট্রাম্প স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও