বিষাক্ত গ্যাসে মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

২৬ মে ২০১৯, ০৩:৪০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম


বিষাক্ত গ্যাসে মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

বিদেশ ডেস্ক:

মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে মারা গেছেন এক বাংলাদেশি। এ ঘটনায় অসুস্থ আরো ২ জন। তাদের রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক হতাহতদের নাম জানা যায়নি।

মেরু রায়া ফায়ার ও রেসকিউ বিভাগের প্রধান শরদী মুহাম্মদ হালিল জানান, আহত দুই ব্যক্তির মধ্যে একজন স্থানীয় ও অন্যজন বাংলাদেশি।

জানা গেছে, মালয়েশিয়ার ইপোর কিলোমিটার ৬ লুমুট মহাসড়কের পেট্রোল স্টেশনের নিকটে তিনটি ভূগর্ভস্থ গ্যাস পাইপ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এসময় বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশি মারা গেছেন,  গুরুতর অসুস্থ রয়েছেন দুই জন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও ষ্টার অনলাইনের খবরে বলা হয়েছে, সিকিউরিটি গার্ডের ফোন পাওয়ার দশ মিনিট পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে।

এ ঘটনার পর একটি নিরাপত্তা পরিমাপ হিসেবে আগুন ও রেসকিউ বিভাগের মাধ্যমে ম্যানহোলটি বন্ধ করে দেয়া হয়েছে।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও