আইপিএলে আসছে ‘পাওয়ার প্লেয়ার’?
০৫ নভেম্বর ২০১৯, ১০:৩১ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বিশ্বজুরে ক্রিকেটকে যুগোপযোগি এবং আধুনিক করতে চিন্তা-ভাবনা কিংবা পরিকল্পনার কোনো শেষ নেই। যার সর্বশেষ সংযোজন ছিল কনকাশন পদ্ধতি। একজনের পরিবর্তে আরেকজনের ব্যাটিং করার সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটেও এই নিয়ম প্রচলিত হয়েছে। তবে এবার ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল সম্পূর্ণ নতুন এক নিয়মের প্রবর্তন করতে যাচ্ছে। ফুটবলের মতো খেলার মধ্যেই খেলোয়াড় পরিবর্তনের নিয়ম চালু করতে যাচ্ছে তারা।
এমনিতেই আইপিএল দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ধরনের বিপ্লব তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই আইপিএলই এবার যুগান্তকারী সিদ্ধান্তটা নিতে যাচ্ছে। সফলভাবে এই নিয়ম চালু করা গেলে, নিশ্চিত তা হবে ক্রিকেটে এক অবিস্মরণীয় এবং বৈপ্লবিক সিদ্ধান্ত। আইপিএল এই খেলোয়াড় পরিবর্তনকে নাম রাখছে, ‘পাওয়ার প্লেয়ার’ হিসেবে।
আইপিএলের ভাষায় এই ‘পাওয়ার প্লেয়ার’ কি? জানা গেছে, চূড়ান্ত এগারো জন ক্রিকেটার নয়, ম্যাচ শুরুর আগে একটা দল ১৫ জনের নাম ঘোষণা করবে। এরপর যে কোনো সময়ে উইকেট পড়লে বা ওভারের শেষে এক জনের বিকল্প হিসেবে পনেরো জনের মধ্যে বাইরে থাকা কোনও ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে।
ভারতীয় সংবাদসংস্থাকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, আমরা এমন একটি পরিস্থিতির কথা বলছি, যেখানে কোনো দল চূড়ান্ত এগারো ক্রিকেটারের নাম ঘোষণা করবে না। তার বদলে ১৫ জনকে তৈরি রাখবে। সেই ১৫ জনের মধ্যে থেকে কাউকে প্রয়োজনের সময় মাঠে নামিয়ে দেওয়া হবে। কিভাবে এই পাওয়ার প্লেয়ার একটা ম্যাচের রং বদলে দিতে পারে, তাও উদাহরণ দিয়ে বলেছেন বিসিসিআইর ওই কর্মকর্তা। তার কথায়, মনে করুন, শেষ ওভারে কোনো দলকে ২০ রান তুলতে হবে। আর ডাগ আউটে আন্দ্রে রাসেলের মতো কেউ বসে আছে। যে পুরো সুস্থ না থাকায় প্রথম এগারোয় ছিল না। এবার রাসেলকে ওই অবস্থায় নামিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার ধরুন, শেষ ওভারে প্রতিপক্ষের দরকার ছয় রান। যশপ্রিত বুমরার মতো কোনও বোলার বাইরে রয়েছে। তখন কি করবে সেই ফিল্ডিং দলের অধিনায়ক? সোজা বুমরাকে মাঠে নামিয়ে দেবে। এই নিয়মটা চালু হলে সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে।
জানা গেছে, ইতিমধ্যেই এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বিসিসিআইর ভেতরে। প্রাথমিকভাবে এই প্রস্তাবে স্বীকৃতিও দিয়েছে বোর্ড। এবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। বিসিসিআইয়ের ধারণা, এই নতুন নিয়ম চালু হলে আমূল বদলে যাবে টি-টোয়েন্টি ক্রিকেট। আরও জনপ্রিয় হবে আইপিএলও।
উল্লেখ্য, ২০০৫ সালের জুলাই মাসে আইসিসি ‘সুপার সাব’ নিয়ম চালু করেছিল। সেই নিয়ম অনুযায়ী, যে কোনো একজন ক্রিকেটারকে ‘সুপার সাব’ ক্রিকেটার দিয়ে বদলে দেওয়া যেত। অর্থাৎ, কোনও দল প্রথমে ব্যাট করলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারত। বল করার সময়, ওই ব্যাটসম্যানটিকে অতিরিক্ত বোলার দিয়ে বদলে দেওয়া যেত।
সেভাবেই, আগে বল করলে একজন অতিরিক্ত বোলার খেলানো যেত এবং ব্যাটসম্যানকে ব্যবহার করা যেত সুপার সাব হিসেবে। পরে আইসিসি সেই নিয়ম বাতিল করে। অনেকটা সুপার সাবের ধাঁচেই, আইপিএলে চালু হতে পারে ‘পাওয়ার প্লেয়ার’। তবে সুপার সাব আর পাওয়ার প্লেয়ারের পার্থক্য হল, সুপার সাবের ক্ষেত্রে আগে থেকে ‘সুপার সাবের’ নাম ঘোষণা করতে হত এবং তাকেই নামানো যেত। পাওয়ার প্লেয়ারের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট একজনের নাম ঘোষণা করতে হবে না এবং প্রয়োজনমতো প্রথম পনেরো জনের মধ্যে থাকা যে কোনও একজন ক্রিকেটারকে নামানো যাবে।
বিভাগ : খেলা
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন