পলাশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১১ এএম


পলাশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৪-২ গোলে চরসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।


সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম.ফজলুল হক, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার প্রমূখ।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও