প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খেলাধুলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে: শিল্পমন্ত্রী

৩০ মে ২০২১, ০৫:৪৬ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ এএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খেলাধুলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সারাদেশে ক্রীড়ার মান উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়ার মান উন্নয়ন ও খেলোয়াড় সৃষ্টির জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কারণে আমাদের দেশের খেলোয়াড়রা বিদেশের মাটিতে খেলে সুনাম অর্জন করছেন।

রোববার (৩০ মে) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের সুপ্ত মেধা বিকাশে সাহায্য করে। শিশুদের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সুন্দর ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু ছিলেন ক্রীড়াপ্রেমী, বর্তমান প্রধানমন্ত্রীও ক্রীড়াপ্রেমী।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও খেলাধুলায়ও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের মতো বেলাব-মনোহরদীতেও উন্নয়ন করা হচ্ছে, যোগ করেন শিল্পমন্ত্রী।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিবুল ইসলাম, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, ইসরাত জাহান তামান্না, লায়ন এম এস ইকবাল, আফরুজা সুলতানা রুবী, সাংবাদিক শ্যামল মিত্র, আতিকুল ইসলাম মিলনসহ অনেকে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মনোহরদী পৌরসভা ১-০ গোলে কৃষ্ণপুর ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও