বঙ্গবন্ধু বিপিএল এর লোগো উন্মোচন

১৬ নভেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ পিএম


বঙ্গবন্ধু বিপিএল এর লোগো উন্মোচন

টাইমস স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। শনিবার (১৬ নভেম্বর) উন্মোচন করা হলো এই বিপিএলের লোগো। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল ও মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস সহ আরও অনেকে।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বর্ষ। ওই দিন প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন করবেন। নতুন আঙ্গিকের এবারের বিপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। আয়োজন ও দল ব্যবস্থাপনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও