বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৫ দলের নাম চূড়ান্ত

০৭ নভেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৫ দলের নাম চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বিসিবি। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের তারিখ চূড়ান্ত হয়েছে। ৫ দলের নামও ঠিক করে ফেলেছে বোর্ড। এই আসরে দেশের ৫ বিভাগের প্রতিনিধিত্ব করবে ৫টি দল। স্পন্সরের সঙ্গে মিলিয়ে দলগুলির নাম রাখা হয়েছে ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। ঢাকার একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট হবে বৃহস্পতিবার। টুর্নামেন্টের সূচি পরে জানাবে বিসিবি।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের ক্রিকেট কার্যক্রম স্বাভাবিক করে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে ৩ দলের প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্টের পর এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। এই মাসের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। টুর্নামেন্টের আগে আগামী সোমবার থেকে শুরু হবে ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও