১৫ নভেম্বর থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, খেলবেন সাকিব আল হাসান

২৬ অক্টোবর ২০২০, ০৬:২০ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম


১৫ নভেম্বর থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, খেলবেন সাকিব আল হাসান
ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক:

শেষ হয়েছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। এবার আগামী ১৫ নভেম্বর থেকে ৯০ জন দেশি ক্রিকেটার নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে এই টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার থাকবে না। আর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব আল হাসান।

রবিবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে আসন্ন টি-টোয়েন্টি লিগ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ৯০ জন দেশি ক্রিকেটার নিয়ে আসরটির আয়োজন করা হবে, 'টুর্নামেন্টটা হবে পাঁচটি দলের। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটা করব। পাঁচটি দল হলে আরো কিছু খেলোয়াড় সুযোগ পাবে। অন্তত আরো ৩০টা খেলোয়াড় আসবে। এটা চ্যালেঞ্জিং হবে। অনেকে বলছিল, তিনটি দলই সামলানো কঠিন, তবুও আমরা চ্যালেঞ্জটা নিতে চাইছি। ১৫ নভেম্বর শুরু হবে আশা করি। শিগগিরই পাঁচ দলের আগ্রহী পৃষ্ঠপোষক খুঁজতে দরপত্র আহ্বান করা হবে।

যদিও শুরুতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার আনার কথা বলেছিলেন বোর্ড সভাপতি। তবে গতকাল জানিয়েছেন, বিদেশি ক্রিকেটার ছাড়াই হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। নাজমুল হাসান পাপন বলেন, আগামী ১৫ই নভেম্বর আমরা টি-টোয়েন্টি লীগ শুরু করতে চাইছি। আর এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার থাকবে না। কারণ যেসব বিদেশি ক্রিকেটার পাচ্ছি, তাদের সবাই ব্যাটসম্যান। আমাদের তো বোলারও দরকার।

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাকিব আল হাসানের। তার নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী ২৯শে অক্টোবর। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের অনুশীলন করতে কোনো বাধা থাকবে না।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও