শিবপুরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

০৩ অক্টোবর ২০২০, ০৭:২৯ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ এএম


শিবপুরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

 এস এম আরিফুল হাসান:

নরসিংদীর শিবপুরে জাতীয় কন্যা শিশুদিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা এবং করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর)  বিকালে স্থানীয় ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবির বিশেষ পুলিশ সুপার আশিকুল হক ভূইয়া, ফাতেমা টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জয়নাল আবেদীন, ডাঃ খালেদ হাসান সুমন।

ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ডাঃ জান্নাতুল মোবাশ্বেরীন দিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রেটকোর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সরকার, দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস এম আরিফুল হাসান, সংস্থার সাধারণ সম্পাদক নিপা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান বলেন, কন্যা সন্তান হলে অনেকেই অবহেলা করতে দেখা যায়। এটা ঠিক নয়। কন্যারা সমাজের কোন বোঝা নয়, কন্যাদের লেখাপড়া করান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। তাহলে তারাও চাকুরী করতে পারবে, আপনাদের সেবা করতে পারবে। তিনি তার নিজের উদাহরণ দিয়ে এসব কথা বলেন। তিনি করোনাভাইরাস  প্রতিরোধে সরকারি নিয়মনীতি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানান। অনুষ্ঠানে নারীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান ও মাস্ক এবং নগদ সহায়তা প্রদান করা হয়।



এই বিভাগের আরও