শিবপুরের ইউএনও’র নিরাপত্তায় সশস্ত্র আনসার

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৩ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম


শিবপুরের ইউএনও’র নিরাপত্তায় সশস্ত্র আনসার

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলামের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) ইউএনও’র বাসভবনের সম্মুখে চারজন আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনওর বাসায় ঢুকে দুর্বৃত্তদের হামলার পর সদর দপ্তরের নির্দেশনায় গত ৩ সেপ্টেম্বর থেকে ইউএনও’র বাসায় নিরাপত্তার জন্য চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম নরসিংদী টাইমসকে আনসার সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।