শিবপুরে দুই গরুসহ আটক চোরকে পুলিশে সোপর্দ

২৮ জুন ২০২০, ০৩:০৮ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:৩১ এএম


শিবপুরে দুই গরুসহ আটক চোরকে পুলিশে সোপর্দ

শেখ মানিক:

নরসিংদীর শিবপুরে দুই গরুসহ একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুন) দিবাগত রাত একটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরানদিয়া বাসষ্ট্যান্ডে।

জানা যায়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে অলিউল্লার গরুর ঘর থেকে দুটি গরু চুরি হয়। পরে পুরানদিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন রাইসমিলের সামনে চুরি হওয়া গরু গাড়ীতে উঠানোর সময় জনতার হাতে আটক হয় একই গ্রামের রশিদের ছেলে আবু সাইদ (২৭)। এসময় অন্য চোর পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত গরুসহ চোরকে থানা হেফাজতে নিয়ে আসে।

পরে আটক চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ৈআলগী গ্রামের লতিফ আফ্রাদের ছেলে রুহুল আমিন (৩০), হবির ছেলে সজিব (২৮), রহম আলীর ছেলে মাসুদ মিয়া (৩০), ইসব আলীর ছেলে আইয়ুব (২৫) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন একত্রে চুরির সাথে জড়িত রয়েছে।

গরুসহ একজন আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ গরু চোর চক্রকে আইনের আওতায় নিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তারা।

এ বিষয়ে শিবপুর মডেল থানার (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, চুরির ঘটনায় গরুর মালিক অলিউল্লাহ বাদী হয়ে অভিযোগ করেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। বরিবার দুপুরে গ্রেফতারকৃত চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



এই বিভাগের আরও