শিবপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

০৯ জুন ২০২০, ০৬:৫৫ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০১:৪২ এএম


শিবপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) উপজেলার কুমরাদি এলাকায় ট্রাক ভর্তি প্রায় ১৩ শত ৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।


এসময় বিচারক আব্দুস সামাদ নামে জনৈক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তাছাড়া ভবিষ্যতে যেন পরিবেশ বিরোধী কোন কার্যে লিপ্ত না হয় সেজন্য তাকে সতর্ক করা হয়।


ভ্রাম্যমাণ আদালতকে প্রসিকিউশন দিয়ে সহায়তা করে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল হক ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সহায়তা করেন শিবপুর মডেল থানার উপ পরিদর্শক মুরাদ ও তার সঙ্গীয় ফোর্স।



এই বিভাগের আরও