শিবপুরে গণপরিবহণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

০৮ জুন ২০২০, ০২:৪৯ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৬:০২ এএম


শিবপুরে গণপরিবহণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে গণপরিবহণে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (০৮ জুন) করোনা প্রতিরোধে গণপরিবহণে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহণ নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এসময় গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, অতিরিক্ত যাত্রী বহন করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ৬টি মামলায় মোট ৫ হাজার ১শত টাকা জরিমানা করা ও আদায় করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসময় যাতায়াতকারী পরিবহণের যাত্রীদের খোঁজ খবর নেন এবং করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সতর্ক করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও নরসিংদী টাইমসকে জানান তিনি।



এই বিভাগের আরও