শিবপুরে স্বাস্থ্যবিধি না মানলেই অর্থদণ্ড

০১ জুন ২০২০, ০২:৩১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম


শিবপুরে স্বাস্থ্যবিধি না মানলেই অর্থদণ্ড

এস.এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট মুনমুন জাহান লিজা। সোমবার (০১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৬টি মামলায় এক হাজার ৮ শত টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট মুনমুন জাহান লিজা জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। যদি জরুরি প্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতেই হয় সেক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানলে জেল ও অর্থদণ্ড প্রদান করা হবে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।



এই বিভাগের আরও