নরসিংদীতে রিক্সাচালকদের খাদ্যসামগ্রী দিলো পুলিশ

১৪ মে ২০২০, ০৪:৪৬ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৮ এএম


নরসিংদীতে রিক্সাচালকদের খাদ্যসামগ্রী দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তারের কারণে চলমান সরকারি ছুটিতে লোকজন ঘরে থাকায় অনেকটাই কর্মহীন হয়ে পড়েছেন নরসিংদীর রিক্সা চালকরাও। দুর্যোগের এমন দিনে নরসিংদীর অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা পুলিশ, নরসিংদীর উদ্যোগে শিবপুর মডেল থানাধীন কারারচর ব্রীজ এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে রিক্সা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্য তেল ও সাবান।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন প্রমুখ।

এমন দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কর্মহীন রিক্সা চালকরা নরসিংদী জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।



এই বিভাগের আরও