শিবপুরে নগদ অর্থসহ মাস্ক ও সাবান বিতরণ

১৩ মে ২০২০, ০৩:০৩ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ এএম


শিবপুরে নগদ অর্থসহ মাস্ক ও সাবান বিতরণ

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে করোনাভাইরাস মোকাবেলায় দুই শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থসহ মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) যশোর ইউনিয়নের ভংগারটেক মোড়ে করোনায় কর্মহীন হয়ে পড়া এলাকার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।


জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারুক হোসাইন এবং তার পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি মেম্বার রেকমত আলীর সৌজন্যে এসব বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্মামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক খোকন সরকার, স্থানীয় যুবলীগ নেতা হুমায়ুন কবীর, ডাঃ মামুনুর রশীদ ভুট্রোসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



এই বিভাগের আরও