শিবপুরে মোবাইল কোর্টে ১৪ মামলা ও অর্থদণ্ড

১২ মে ২০২০, ০৩:১০ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১০:৩৭ পিএম


শিবপুরে মোবাইল কোর্টে ১৪ মামলা ও অর্থদণ্ড

এস. এম আরিফুল হাসান:
করোনা মোকাবেলায় নরসিংদীর শিবপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও সরকারি নির্দেশাবলী বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হচ্ছে।


মঙ্গলবার (১২ মে) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। তিনি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট করে ১৪টি মামলায় ২২ শত টাকা জরিমানা করেন। করোনা মোকাবেলায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা।



এই বিভাগের আরও