শিবপুরে করোনা আক্রান্ত সন্দেহে এক প্রবাসীর বাড়ি লকডাউন 

০৫ এপ্রিল ২০২০, ০৬:৩২ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:২২ পিএম


শিবপুরে করোনা আক্রান্ত সন্দেহে এক প্রবাসীর বাড়ি লকডাউন 

মোমেন খান:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়ি লকডাউন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির লকডাউন ঘোষণা করেন। এসময় প্রবাসীর বাড়ির আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন।

দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ জানান, গতকাল প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি গত মার্চ মাসে বাংলাদেশে আসা মালয়েশিয়া প্রবাসী ৩০ বছর বয়সী একজন পুরুষ কয়েকদিন যাবৎ জ্বর ঠান্ডা ও গলা ব্যাথায় ভুগছেন। আমি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে ওই প্রবাসীকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করি। সেখানে তার চিকিৎসা চলছে। পরীক্ষার পর আমরা হয়তো আজকে রাতের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা জানতে পারবো।



এই বিভাগের আরও