শিবপুরে দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে খাদ্যসামগ্রী

৩১ মার্চ ২০২০, ০৭:১৩ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম


শিবপুরে দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে খাদ্যসামগ্রী

এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস পরিস্থিতিতে বেকার হয়ে পড়া নরসিংদীর শিবপুর উপজেলার দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।


মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুদানভিত্তিক তহবিল থেকে তারা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করেন।


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় উপজেলার মাছিমপুর ইউনিয়নে রবিদাস সম্প্রদায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও