শিবপুরে হোম কোয়ারেন্টাইন পরিদর্শনে যৌথ টিম

৩০ মার্চ ২০২০, ০৯:৫১ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১১:৩৮ এএম


শিবপুরে হোম কোয়ারেন্টাইন পরিদর্শনে যৌথ টিম

শেখ মানিক:

নরসিংদীর শিবপুরে বিদেশ থেকে ছুটিতে আসা বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিন পরিদর্শন করছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে শিবপুর মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। সোমবার (৩০ মার্চ) শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইন পরিদর্শন করা হয়।

এর আগে সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে হোম কোয়ারান্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা  আজিজুর রহমান জানান, সম্প্রতি যে সকল প্রবাসীরা বিদেশ থেকে বাড়ীতে আসছেন  তাদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনে  বাড়িতে অবস্থান করছে সেসব বাড়িতে পুলিশের পক্ষ্ থেকে ইতোমধ্যে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। করোনাভাইরাস সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেজন্য প্রবাসীদের ছাড়াও সবাইকে ঘরে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাহিরে বের না হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে এ জন্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে শিবপুর থানা পুলিশ তাদের মধ্যে ফলমূল ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছে।



এই বিভাগের আরও