শিবপুরে দোকানগুলোর সামনে গোল বৃত্ত আঁকছে উপজেলা প্রশাসন

২৯ মার্চ ২০২০, ১২:০৫ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৮:২০ পিএম


শিবপুরে দোকানগুলোর সামনে গোল বৃত্ত আঁকছে উপজেলা প্রশাসন

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানো ও পণ্য ক্রয় নিশ্চিত করতে বিভিন্ন দোকানের সামনে রং দিয়ে গোল বৃত্ত আঁকছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং শিবপুর পৌরসভা ও ‘প্রজ্বলন’ (পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত সংগঠন) এর কর্মীদের সহযোগিতায় উপজেলার কলেজ গেইটে ফার্মেসী ও অন্যান্য দোকানগুলোর সামনে চিহ্ন দিয়ে এ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা। আজ রবিবারও উপজেলার বিভিন্ন ফার্মেসী, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোর সামনে এই গোল বৃত্ত আঁকা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।


উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা বলেন, করোনাভাইরাস একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ হয়। এ কারণে করোনাভাইরাস প্রতিরোধে ১ মিটার বা ৩ ফিট দূরত্ব বজায় রেখে চলাচল করা জরুরী। সে জন্য ক্রেতা এবং বিক্রেতারা যাতে নিরাপদে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্যই সামাজিক দূরত্ব নির্ণয় করে দেয়া হচ্ছে।


ই্উএনও মোঃ হুমায়ুন কবীর বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। আমরা জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনায় উপজেলাব্যাপী হাট বাজার দোকাট পাটে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যার মধ্যে দোকানগুলোর সামনে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন অর্থাৎ গোল বৃত্ত আঁকা হচ্ছে। তাছাড়া ইউনিয়নগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোর সামনে যাতে গোল বৃত্ত আঁকা হয় সে জন্য ইউনিয়ন কমিটিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।



এই বিভাগের আরও