শিবপুরে “সুমাইয়া-বালুজোড়া" পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্গানাইজিং কমিটি গঠন

১৮ জানুয়ারি ২০২১, ০৫:০৪ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৮ এএম


শিবপুরে “সুমাইয়া-বালুজোড়া" পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্গানাইজিং কমিটি গঠন
বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান।

মোমেন খান :

নরসিংদীর শিবপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় জয়নগর ইউনিয়নে দোপাথর বিল এলাকায় জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা'র অর্থায়নে দুইটি স্লুইসগেট নির্মাণ, খাল খনন, বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে প্রস্তাবিত “সুমাইয়া-বালুজোড়া" পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে ইউনিয়নের বালুজোড়া টেক এলাকায় অর্গানাইজিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান।

নরসিংদী জেলা স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ আবু জাকির সেকান্দর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাবিরুল ইসলাম খান।

প্রকল্প সমন্বয়ক মনিরা খানমের পরিচালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম ভূইয়া, সমবায় অফিসার আব্দুল জলিল, প্রফেসর আব্দুল মান্নান, জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আবু হানিফ, যুগ্ম আহবায়ক আলকাস, মোক্তার হোসেন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, ইউপি সদস্য শহীন, রবিউল্লাহ ও আঙ্গুর প্রমূখ।



এই বিভাগের আরও