শিবপুর উপজেলা চেয়ারম্যানের সম্মানী ভাতা মসজিদে দান

১০ ডিসেম্বর ২০২০, ০৬:৫৮ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম


শিবপুর উপজেলা চেয়ারম্যানের সম্মানী ভাতা মসজিদে দান

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান তার প্রাপ্ত সম্মানী ভাতা মসজিদে দান করেছেন। তিনি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রামের শালুরদিয়া বায়তুননূর জামে মসজিদে নভেম্বর মাসের সম্মানী ভাতার চল্লিশ হাজার টাকা দান করেন।


তিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মাসুদ মিয়া ও কার্যকরী সদস্য নাজমুল হক সরকারের হাতে এই সম্মানী ভাতা তুলে দেন। এছাড়া তিনি ইতিপূর্বেও তার প্রাপ্ত সম্মানী ভাতা একাধিক মসজিদ মাদ্রাসায় দান করেছেন।
উপজেলা চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান বলেন, আমি শালুরদিয়া মসজিদে বলে এসেছিলাম আমার এক মাসের সম্মানী ভাতা দান করব। মসজিদ কমিটির হাতে ভাতার এই টাকা তুলে দিয়েছি।