শিবপুরে গণপরিবহনে মাস্ক পরিধান নিশ্চিত করণে অভিযান

২২ নভেম্বর ২০২০, ০১:০৯ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম


শিবপুরে গণপরিবহনে মাস্ক পরিধান নিশ্চিত করণে অভিযান

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা তৈরিতে মাঠে নেমেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। তিনি রবিবার (২২ নভেম্বর) সকালে মাস্ক পরিধান নিশ্চিত করণে উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড, কলেজগেট ও ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে গণ পরিবহনে অভিযান পরিচালনা করেন।


এসময় তিনি পরিবহনে মাস্ক বিহীন চালক, হেলপার ও যাত্রীদের মাস্ক ব্যবহারের জন্য প্রথম বারেরমত সতর্ক করে দিয়ে বিনামূল্যে তাদেরকে মাস্ক প্রদান করেন।


ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছেন। ফলে নো মাস্ক ,নো সার্ভিস বাস্তবায়ন, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।



এই বিভাগের আরও