রায়পুরায় ১২০ পরিবার পেল খাদ্য সহায়তা

১৬ জুন ২০২১, ০৭:০৬ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৫ এএম


রায়পুরায় ১২০ পরিবার পেল খাদ্য সহায়তা

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও জেলা পরিষদের উদ্যোগে করোনার দ্বিতীয় টেউ মোকাবেলায় পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় ১২০ জন দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুরে নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রত্যেক উপকারভোগীর হাতে চাল ও ডাল তুলে দেন।


নরসিংদী জেলা পরিষদ সদস্য মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা পৌর আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলম শাহীন, পৌর যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, অহিদুজ্জামান পলাশ, জালাল উদ্দিন প্রমুখ।



এই বিভাগের আরও