পলাশে বাল্যবিয়ে-ইভটিজিং ও যৌন হয়রানি বন্ধে কর্মশালা

০১ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম


পলাশে বাল্যবিয়ে-ইভটিজিং ও যৌন হয়রানি বন্ধে কর্মশালা

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে স্কুল ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং, যৌন হয়রানি, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চলনা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবেন বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।  


এ সময় আরো বক্তব্য রাখেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন রতন,চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল আলম সুজন,ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরাম হোসেন ও শিক্ষার্থী মুবাইদা ইয়াসমিন প্রমুখ।



এই বিভাগের আরও