পলাশে একাধিক ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২২, ০৫:৫৩ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ এএম


পলাশে একাধিক ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে একাধিক ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত আজিমুদ্দিন ওরফে কাইল্লা ডাকাতকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের এএসআই হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম নারায়গঞ্জ জেলার আড়াইহাজার এলাকার পুরিন্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আজিমুদ্দিন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃত আজিমুদ্দিন ওরফে কাইল্লা আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ নরসিংদী ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।



এই বিভাগের আরও