পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

০১ ডিসেম্বর ২০২১, ০২:১৩ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম


পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের (৩৬) লাশ পাওয়া গেছে। বুধবার সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

এলাকাবাসী ও পুুলিশ জানায়, সকাল ৭টায় জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি নামক স্থানে রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।


এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, জিনারদীর বড়িবাড়ি এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে । তবে এখনো পযর্ন্ত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।



এই বিভাগের আরও