প্রায় ১২ কোটি টাকা ঋণের দায়সহ দায়িত্ব নিলেন নবনির্বাচিত ঘোড়াশাল পৌর মেয়র

২২ নভেম্বর ২০২১, ০৫:১৩ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১১:২২ এএম


প্রায় ১২ কোটি টাকা ঋণের দায়সহ দায়িত্ব নিলেন নবনির্বাচিত ঘোড়াশাল পৌর মেয়র

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর সভার বিভিন্ন খাতের প্রায় ১২ কোটি টাকার ঋণের দায় মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। সোমবার ( ২২ নভেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভার সভাকক্ষে দায়িত্বগ্রহণ ও হস্থান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র সদ্য বিদায়ী মেয়রের কাছ থেকে এই ঋণের দায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

ঘোড়াশাল পৌর সচিব তাজেল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক পৌর মেয়র শরীফুল হক, পৌর প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত, ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সাথে সদ্য বিদায়ী মেয়র শরীফুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সভায় মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, প্রায় ১২ কোটি টাকার ঋণের দায় মাথায় নিয়ে পৌর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। সকলের সহযোগিতায় এই ঋণের দায় কাটিয়ে আধুনিক ও স্বনির্ভর পৌরসভা গড়ে তুলবো ইনশাল্লাহ।



এই বিভাগের আরও