পলাশে সংস্কৃতিসেবীরা পেল নগদ অর্থ

১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৬ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০১:৫৬ এএম


পলাশে সংস্কৃতিসেবীরা পেল নগদ অর্থ

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত সংস্কৃতিসেবীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা শেষে এ অর্থ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে সভায় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া ১০ জন অসহায় দুস্থদের মাঝে দুই হাজার টাকা করে এবং ১০ জন সংস্কৃতি শিল্পীদের মাঝে দুই হাজার পাঁচশ করে নগদ টাকা তুলে দেন।
এ সময় পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।