পলাশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫১ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩২ এএম


পলাশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন

পলাশ  প্রতিনিধি:

"মাতৃদুগ্ধ দান সুরক্ষায়, সকলের সম্মিলত দায়" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার  থেকে শুরু হয়েছে ৭দিন ব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি অফিসার আবু নাদির শাহাব উদ্দিন আহম্মেদ সিদ্দিকী, সমাজসেবা অফিসার মনির হোসেন ও মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন প্রমুখ।



এই বিভাগের আরও