নরসিংদীতে করোনার সংক্রমণ সংখ্যা ২২০০ ছাড়াল

১০ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম


নরসিংদীতে করোনার সংক্রমণ সংখ্যা ২২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় সংগৃহিত ১০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনাভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০৮ জন। তবে এ পর্যন্ত সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মো. নুরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ এপ্রিল জেলার প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্তের পর ১৫৫ দিনে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়াল। সংক্রমিতের সংখ্যা এক হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৬ দিন। পরবর্তী এক হাজার ব্যক্তি সংক্রমিত হতে সময় লাগে ৭৬ দিন। আরও ১৩ দিন সময় লাগে সর্বশেষ ২০৮ ব্যক্তি সংক্রমিত হতে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ১০৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বুধবার দুপুরে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ৩৩ জন, শিবপুর উপজেলার ৩ জন, বেলাব উপজেলার ২ জন ও মনোহরদী উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১১ হাজার ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২০৮ জনের করোনা পজিটিভ আসে। জেলাজুড়ে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ২৮৭ জন, শিবপুরে ২২০ জন, পলাশে ২৩৬ জন, রায়পুরায় ১৫৫ জন, বেলাবতে ১৪৭ জন ও মনোহরদীতে ১৬৩ জন রয়েছেন। বর্তমানে করোনায় আক্রান্ত ১৫ জন ব্যক্তি কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া হোম আইসোলেশনে আছেন ২৫৮ জন।

জেলায় কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ জন মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার ২৫ জন, বেলাব উপজেলা ও রায়পুরা উপজেলার ৬ জন করে, মনোহরদী উপজেলা ও পলাশ উপজেলার ২ জন করে এবং শিবপুর উপজেলার একজন রয়েছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ৬০ জন।

নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশনমুক্ত অর্থাৎ সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১৩৪ জন, শিবপুর উপজেলার ১৮৮ জন, পলাশ উপজেলার ১৬৬ জন, মনোহরদী উপজেলার ১৩৪ জন, বেলাব উপজেলার ১২৫ জন ও রায়পুরা উপজেলার ১৪২ জন রয়েছেন।



এই বিভাগের আরও