নরসিংদীতে আরও ৫৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৪২

০৮ জুন ২০২০, ০৮:৪২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৭ এএম


নরসিংদীতে আরও ৫৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৪২

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নতুন করে আরও ৫৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (০১ জুন) ১৯৬টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে প্রাপ্ত ফলাফলে ৫৮টি পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৪২ জনে। রবিবার (০৭ জুন) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪৪ টি সদর উপজেলার, ০৮ টি শিবপুর উপজেলার, ০৩ টি পলাশ উপজেলার, ০২ টি মনোহরদী উপজেলার ও ০১ টি রায়পুরা উপজেলার।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৭৪২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫২৭ জন, রায়পুরাতে ৪৬ জন, শিবপুরে ৫১ জন, বেলাবোতে ৪৪ জন, পলাশে ৫২ জন ও মনোহরদীতে ২২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১১ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৮ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০১ জন ও রায়পৃরায় ০১ জন।

আইসোলেশনমুক্ত হয়েছেন ২৩৮ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন, হোম আইসোলেশনে আছেন ৩৯৯ জন।



এই বিভাগের আরও