নরসিংদী সদরে আরো ১৬ জন করোনায় আক্রান্ত , মোট শনাক্ত ২১৭

০৯ মে ২০২০, ১১:০৩ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪০ পিএম


নরসিংদী সদরে আরো ১৬ জন করোনায় আক্রান্ত , মোট শনাক্ত ২১৭

নিজস্ব প্রতিবেদক:

গত ৬ এপ্রিল নরসিংদীতে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে  দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নরসিংদী জেলায় নতুন করে আরো ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৬ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ২১৭ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪০ জন। নতুন আক্রান্তদের ১৬ জন সবাই নরসিংদী সদর উপজেলার। শনিবার (৯ মে) নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) ২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ৭ জন এবং গত শুক্রবার (৮ মে) ৬৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে আরো ৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। দুইদিনে মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট আক্রান্ত ১২৫ জন, রায়পুরায় ২৭ জন, পলাশে ১৭ জন, শিবপুরে ১৮ জন, বেলাবতে ২৫ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শনিবার পর্যন্ত ১৪০ জন সুস্থ হয়েছেন। নরসিংদী জেলায় এ পর্যন্ত ১৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ২১৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা হাসপাতাল) স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। শনিবার পর্যন্ত জেলায় আইসোলেশনে রয়েছেন মোট ৬৬ জন।

এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নরসিংদী করোনা প্রতিরোধে কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এর নেতৃত্ব নরসিংদী সদরে গত ৭ মে শনাক্তকৃত ৭ জন করোনা পজিটিভ রোগীর বাসা লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন ও গত ২৩ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থার ১ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।



এই বিভাগের আরও