নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে চেকপোস্ট বৃদ্ধিসহ কঠোর অবস্থানে পুলিশ

২২ এপ্রিল ২০২০, ০৯:৪৪ পিএম | আপডেট: ১৭ মে ২০২৫, ০৮:৫২ এএম


নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে চেকপোস্ট বৃদ্ধিসহ কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানসহ টহল অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ। সেই সাথে জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে চেকপোস্ট।

বুধবার ( ২২ এপ্রিল) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।

এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল বন্ধে টহল জোরদারসহ বাড়ানো হয়েছে চেকপোস্ট। ভাইরাসের সংক্রমণ প্রশমনে সকলকে ঘরে অবস্থানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করে পুলিশ।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউন এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।