করোনাভাইরাস: নরসিংদীতে কঠোর অবস্থানে পুলিশ

০৬ এপ্রিল ২০২০, ১০:৩৯ পিএম | আপডেট: ১৭ মে ২০২৫, ০৬:৫৫ এএম


করোনাভাইরাস: নরসিংদীতে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অভিযান পরিচালিত হয়েছে।

এসময় সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সচেতন করাসহ ফার্মেসী খোলা রেখে অন্যান্য দোকান সন্ধ্যা ৬টায় বন্ধ রাখতে অনুরোধ করা হয়।

সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান এবং জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানাচ্ছে পুলিশ।



এই বিভাগের আরও