নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

৩১ মার্চ ২০২০, ০৬:১৮ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০২:১২ এএম


নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জেলার ৬টি থানা এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।    

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশের উদ্যোগে নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানাধীন দিনমজুর, রিকশাচালক, বিভিন্ন কল কারখানার শ্রমিক ও অসহায় দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অসহায় গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে জেলা পুলিশ কাজ করছে।



এই বিভাগের আরও