নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খাদ্যসামগ্রী পাঠাচ্ছে পুলিশ

৩০ মার্চ ২০২০, ০৮:৪৭ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ এএম


নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খাদ্যসামগ্রী পাঠাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে ফল-ফলাদী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানাধীন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে ফল-ফলাদি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বিদেশ থেকে আসা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর পর থেকে ১৪ দিন জেলা পুলিশের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। প্রয়োজন ও চাহিদা অনুযায়ী তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পর্যায়ক্রমে জেলার ৩ হাজার ৫ শত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

 



এই বিভাগের আরও