নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

২৮ মার্চ ২০২০, ০৭:৪৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২১ এএম


নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক ও জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) এ তথ্য নিশ্চিত করে জানান, নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, বেলাব ও রায়পুরা থানাধীন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ফল-ফলাদি বিতরণ করা হয়।

এসময় সকলকে করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ আবাসস্থলে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য অনুরোধ করা হয়।



এই বিভাগের আরও