নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন অঙ্কন

২৭ মার্চ ২০২০, ০৫:০৫ পিএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ০২:৫৪ এএম


নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন অঙ্কন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে কেনাকাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন অঙ্কন করছে জেলা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) মাধবদী বাজারসহ অন্যান্য বাজারগুলোর দোকানের সামনে সাংকেতিক চিহ্ন গোল বৃত্ত আকাঁ হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনায় কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য এসব চিহ্ণ অঙ্কন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলার সবকয়টি থানা এলাকায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।



এই বিভাগের আরও