করোনাভাইরাস: নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সেনাবাহিনী

২৭ মার্চ ২০২০, ০২:৫৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ এএম


করোনাভাইরাস: নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে নরসিংদী বাসস্ট্যান্ড এলাকায় জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা।


নরসিংদী শহরের দায়িত্বরত ক্যাপ্টেন সাদিয়া জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী শহরের বিভিন্ন বাজার ও অলি-গলির দোকানপাটে অভিযান চলবে বলেও জানানো হয়। এসময় লোকজনকে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ ও জুরুরী কাজে বের হলেও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানানো হয়।



এই বিভাগের আরও